------------মোঃ আমিনুল এহছান মোল্লা
তোমার অনুভূতিগুলো একবার
সেই কথা বলুক
আমার স্বপ্নের কথা,স্পন্দনের
উত্তাল কথা,
শিরহনের সেই কম্পনটা উঠুক,জাগুক
হৃদয় ।
তোমার অনুভূতিগুলো একবার
সেই কথা বলুক
দেখুক ,স্বপ্নগুলো হৃদয়
মন্দিরে বসে
বড় ঝলটা বেঁধেছে বিরামহীন
ত্রাসে।
নিরবে নিভৃতে খুঁটে খুঁটে
খাচ্ছে আমাকে, সেই
স্পর্শেরা ,সেই অনুভূতিরা
।
অজান্তে বাসা বেঁধেছে হৃদয়ের চৌকিতে!
তোমার অনুভূতিগুলো একবার
সেই কথা বলুক
বুঝুক, গহিনের কান্না-হৃদয়ের
আর্তনাথ
ছোবলে ছোবলে স্বপ্নেরা
অচল হয়ে গেছে
তবুও চলেছি …
তোমার অনুভূতিগুলো একবার
সেই কথা বলুক
বঝুক, শিশির বিন্দু উড়ে যাচ্ছে, রৌদ্রের হাত ছানি
ধরণী উত্তপ্ত ।
তোমার অনুতিগুলো একবার
জাগুক, দেখুক হৃদয়;
তোমার অনুভূতিগুলো একবার
সেই কথা বলুক ।
তোমার স্পর্শ্ আমার গহিনে
কতোটুকু জীবন্ত !
-----------------------,রাওনাট,
কাপাসিয়া,গাজীপুর ।
No comments:
Post a Comment