Tuesday, March 12, 2019

আমার দুধে তোরা মাখন



                                         -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
ফাইলে ভুল,পাইনা কুল
বসের ফোন, জান কতক্ষণ
দেখছি স্যার, কোথায় ভুল ?
সরি স্যার, দেন এখন !
পাইছি স্যার, দেয়নি ফুল
তাইতো লেখা হয়নি তখন!
সাবাস সবাস কর্মী দল
আমার দুধে তোরা মাখন।
----------------------------------রাওনাট,কপাসিয়া,গাজীপুর।

No comments:

Post a Comment