Tuesday, March 12, 2019

বসগিরি ফাঁকাতে


                              -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
অভিজ্ঞতা ভুড়িতে, বসগিরি ঝারিতে..
তোষামোদির সিঁড়িতে,অসৎরা পীরিতে
সৎকর্মী দুরেতে,ফাঁকিবাজরা সুখেতে
যোগ্যতা লুকাতে, অকর্মা গর্জেতে
ফাইলগুলি টেবিলেতে, কষাকষি ছাড়তে
বসগিরি ফাঁকাতে, মূল্যায়ন চামচাতে
তেলের খুশিতে,পদায়ন তাহাতে
বসিগিরি তফাতে, ক্ষমতায় মজাতে
কাজগুলি গুহাতে, নৈতিকেরা পশ্চাতে ।
----------------------------------------রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

No comments:

Post a Comment