-------------মোঃ আমিনুল
এহছান মোল্লা
তুমি যেন তীব্র স্পন্দন,
অনুভবে অনুভবে
হৃদয়ের কাছে দিয়ে যাও লেলিহান শিখা!
ভিতরে অগ্নি চুল্লি-
পৃথিবীর ছলনাগুলো এখন উত্তপ্ত!
জোসনার আলো বিমূখ; রাত্রি
নির্ঘূম
অচিন পথে বন্ধুর পথ চলা
কিন্তু তোমার আবেগ আজও
মলিন, বড় নিষ্ঠুর!
যেন হৃদয় নেই; প্রাণের
স্পন্দন নেই।
যে বিধাতা তোমাকে প্রেম
দিয়েছে অবিরত
তাও তুমি উপেক্ষা করলে
মিথ্যে অহংঙ্কারে
আর কত দিবে? আর কত জ্বালাবে
?
আমিতো অগ্নির নিযার্স্
জীবন্ত প্রাণের নিথর ছাই
।
প্রেম আজ জ্বলন্ত চিতা,
গগণের প্রখর রৌদ্র
আহা কি তোমার খেলা,
হৃদয়ে অগ্নি শিখা!
তুমি যেন তীব্র স্পন্দন,
অনুভবে অনুভবে
হৃদয়ের কাছে দিয়ে যাও লেলিহান শিখা!
---------------------------, রাওনাট, কাপাসিয়া,গাজীপুর ।
No comments:
Post a Comment