----------মোঃ আমিনুল এহছান
মোল্লা
আজো জেগে উঠে পুরনো সেই স্মৃতিসব,
ছোঁয়ে যায় কত গান কত সুর !
কিছু না বলেই চটে উঠে গীটারের
অভিমান;
হৃদয় মঞ্চে কখন যে সেই
অচেনা শিল্পী !
আচমকা এসে মেলে যায় স্বপ্নের
পাঁপড়ি
হয়তো তাকে আমি চিনতে করিনি
ভুল;
সে যে আমার প্রখম কলি!
যাকে খোঁজি স্পন্দনের সুনীল প্রভাতে।
আজো জেগে উঠে পুরনো সেই স্মৃতিসব,
ছোঁয়ে যায় কত গান কত সুর
ভেসে উঠে মুখানি অনুভূতির পটে পটে ।
ঠিক যেন সদ্য জাগা
প্রাণের প্রথম কলি-
তুমি সেই সুন্দরী, প্রথম
প্রেম, প্রথম ভাললাগা ।
-----------------------------,রাওনাট, কাপাসিয়া,গাজীপুর ।
No comments:
Post a Comment