Sunday, March 3, 2019

আজ যেন মূর্খ্ বিলাসিতা




                                              -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
ছেলে মেয়েদের দিকে তাকালে ক্ষীণ হয়ে আসে আশা!
আজ আর নেই সেই সব আদব কায়দার কোন ভাষা ।
সেই সব শ্রদ্ধাবোধ, মান্যতা আজ যেন মূর্খ্ বিলাসিতা
এই সব কঁচি মনা তরুণ তরুণীদের প্রাণের চঞ্চলতা
বড় বেশী বিষন্নতা..

আজ দেখি, দুরন্তপনায় সেই সব জাহেলী অভিশপ্ত রাত,
সেই প্রাণীর মতো নিলর্জ্জ শরীরে অলি গলি যুগল উরু হাত
দলে দলে উম্মুক্ত প্রণয়ে রাস্তায় রাস্তায় এখানে সেখানে
এই সব তরুণ তরুণীরা ইন্টারনেটের নগ্ন ফাঁদে ক্ষণে ক্ষণে
কে এগিয়ে আসবে সাহস নিয়ে? ওরা যে আধুনিক চেতনা !
হায় আফসোস ! কেউ আসে না, কেউ বুঝেনা এ যাতনা ।

দেহ প্রাণে উঁকি মেরে যায় সেই সব পশ্চাতের আধুনিক সভ্যতা
এই সব চিৎকারে চিৎকারে চারিদিকে আজ যেন মূর্খ্ বিলাসিতা

পিতা দেখে, মাতা দেখে তবু বঙ্গ জননী ঘুমে আছে
এই সব ছেলে মেয় নেই আর সেই সব আদর্শের কাছে

আধুনিক আনন্দ উল্লাসে ওদের চোখে মুখে এ কোন শোক ?
ছেলে মেয়েদের দিকে তাকালে তীব্র হয়ে আসে প্রাণের দুঃখ!

ওরা দুরন্ত, ওরা বুঝে না- হে আধুনিক সভ্যতা
ওদের যেন গ্রাস করে না তোমারই এই নগ্নতা ।

সেই সব শ্রদ্ধাবোধ, মান্যতা আজ যেন মূর্খ্ বিলাসিতা
এই সব কঁচি মনা তরুণ তরুণীদের প্রাণের চঞ্চলতা
বড় বেশী উগ্রতা !
------------------------------------------------------- রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।





No comments:

Post a Comment