-কবি মোঃ
আমিনুল এহছান মোল্লা ।
এ কেমন প্রেম আমার!
ভাবলে মনে হয় খুব কাছে আছো, খুব কাছে,
অনুভূতির মাত্রা ক্রমশ বেড়েই
চলছে,শুধু চলছে.
ভাবলে মনে হয় অন্য এক তুমি, শুধুই
তুমি,
অন্য জগৎ, প্রাণে ফোটা এক সদ্য
গোলাপ..
তোমাকে ভাবলে মনে হয় এ হৃদয়ের স্পর্শ্
তুমি..
দেখলেই মনে হয় প্রেমের ব্যাকুল ঝড়
তুমি প্রাণের প্রবাহে প্রবাহে..
প্রচন্ড আঘাতে আঘাতে তেড়ে আস এ শুন্য
বুকে
এত বারণ করেছি, এত বাধা দিয়েছি তবু
শুধু তুমি !
কি দিবা! কি রাত্রি !
ভাবলেই মনে হয় এক যাদুর চোখে চোখে চেয়ে
আছো,
আমারই দিকে মুসকি হেসে..
প্রাণ যে সর্মাপণ করেছি কোন এক অধরা
তোমাকে..
শুধু দুর থেকে তুমি থেকেছো ছায়া হয়ে ,
কেবল ছায়া হয়ে
আমার এই স্বপ্ন লোকে..
হৃদয়ের এত কাছে পেয়েও আজও বলা হলো না
ভালবাসি, শুধু তোমাকে ভালবাসি !.
এ কেমন প্রেম আমার!
বাগানে গেলেও মনে হয় তুমি ফুটনি
স্পর্শ্ দিলেও মনে হয় তুমি জাগনি
ডাক শুনেও মনে হয় তুমি শুননি.
শুধু বধিরই থেকেছো কিংবা অহংকারে
ছুটেছো
দুরেই গেছো, শুধু দুরেই গেছো চোখের
আড়ালে
কিন্তু তুমি কি পেরেছো ?
আমার তুমিকে মুছে দিতে?
হৃদয়ের এত কাছে পেয়েও আজও বলা হলো না
ভালবাসি, শুধু তোমাকে ভালবাসি !.
আমার এ প্রাণে প্রথম তুমি এসেছিলে,
ভাবলে মনে হয় তুমি আছো, আজও আছো এ
প্রাণ জুড়ে ।
--------------------------------------
রাওনাট, কাপাসিয়া,গাজীপুর।
No comments:
Post a Comment