-কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
ওগো কোরআনই কেবল প্রাণের শেষ
পরিপূর্ণতা,
জেনে রেখো, নবীর আদর্শ্ এ ক্ষণিকে
মুক্তির প্রথা ।
মানব ও মানবতার বিজয় প্রতীক
কোরআন যদি জ্বলে অন্তর বাহ্যিক
সত্য ও সরল পথে মানবের আলো
নহে কেহ সম তার, যদি হ্যাঁ বলো
বিশ্বাসী মেনেছে, প্রভূ যা দিয়েছে
যে প্রাণেরা বুঝেছে, মুক্তি নিয়েছে
এপার-ওপার তাই বিজয়ের আশা..
সত্যেরা বুঝেছে প্রেম- ভালোবাসা ।
কেন তবে ছুটেছো ওগো বাতিল পানে !
সে যে ভুল, সে যে নরক, বিচার ক্ষণে
ভেবেছো কি কভূ হাশর হবে কার সাথে?
মনোনীত ধর্ম্ কেবলই শুভ দৃষ্টিপাতে ।
যারা হবে ওগো আল-কোরআনের অনুগত
সেই প্রাণেরা কাল হাশরে হাসবে অবিরত !
শয়তানের নিশান উড়ে আছে চিত্তের মাঝে
ওগো মুমিন জয় কর তারে এ ক্ষণিক সাঁঝে
।
ওগো কোরআনই কেবল প্রাণের শেষ
পরিপূর্ণতা,
জেনে রেখো, নবীর আদর্শ্ এ ক্ষণিকে
মুক্তির প্রথা ।
-------------------------------------------
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
No comments:
Post a Comment