Sunday, March 3, 2019

শেষ ডাকের প্রতিধ্বনি




                            -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা
যে-যৌবন দেখতে চাই,
সে আর নাই,
সে কেবল চলছেই চলছে..
এক যৌবনের সম্মুখে আজ দেখি
অগণিত  শুভ্র
চুলের সমাহার।
শরীরের পরতে পরতে বুড়ো ভাঁজের পরিচয়
খুব সহজেই নিত্য ভেঙ্গে চলেছে স্পন্দিত হৃদয়
কণ্ঠে সেই সুর আর বাজে না বজ্র ধবনিতে
লাবণ্যের চিহ্নগুলো ঝরে যাচ্ছে ওই বিধির ডাকে..
যৌবনের উত্তাল নদ- নদীতে
আজ শুধু মাঝিদের  হায় হুতাশ !
এ তরী নোঙ্গর করবে তো?
অথচ,
এ যৌবনের এক বীরত্ব গাঁথা ইতিহাস ছিল..
ছিল কালজয়ী সৃষ্টি, ছিল অগণীত প্রেমিক-প্রেমিকা
আজ শক্তিহীন , প্রেমহীন এ দেহের অস্থি -মজ্জা
কেউ আসেনা, কেউ দেখে না
সময় যে ফুরিয়ে এল—
বুড়ো চিহ্নগুলো জেগে উঠছে শরীরের ভাঁজে ভাঁজে.
শেষ ডাকের প্রতিধ্বনি ধারে, যম দুত যেন মিতা,
এ দেহ প্রাণ আজ যেন ওপারের কুটুম্বিতা ।
কোন আলোয় জ্বলে এই প্রাণ! সে কি শূন্য মাঠ ?
কি চাষ করেছো এ নিখিলে, ভরবে তো খেয়াঘাট?
ওই যৌবন রেখা, আজ সেই যবনিকার কোলে.
যমদুত জেগে জেগে ডাকছে ওগো দুয়ার খুলে ।

শেষ ডাকের পদচিহ্ন ধারে, যম দুত যেন মিতা,
এ দেহ প্রাণ আজ যেন ওপারের কুটুম্বিতা ।
-------------------------------------------------





No comments:

Post a Comment