Sunday, March 3, 2019

সবুজ বুকে মেহেদী রাঙ্গা




                                       -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
*****************************
৭ মার্চের ডাক শুনে ঐ যুদ্ধে গেল শেষে,
মুজিব ডাকের বিজয় নিশান সারা বাংলাদেশে।

দামাল ছেলে, বীরঙ্গনা কত যুদ্ধে গেছে,
মুক্তি যু্দ্ধের রক্ত গঙ্গায় শহীদ প্রাণ আছে।

রক্তিম জলে বানার নদী তীব্র স্রোতের বাঁকে
মুক্তিযোদ্ধার রং তুলিতে লাল-সবুজ ঐ এঁকে

দোসর দলের এই মিনতি, দে না ছেড়ে ভাই ,
বঙ্গ তাজের বাংলাদেশে হবে না আর ঠাঁই ।

তোরা সবাই মুক্তি সেনা লাল-সবুজের ধন
মুক্তি যুদ্ধের বিজয় নিশান, নয়তো সাধারণ !

সবুজ বুকে মেহেদী রাঙ্গা স্বাধীন বাংলাদেশ
লক্ষ শহীদ হাজার গাজী  জিতল অবশেষ ।
-------------------------------------রাওনাট,কাপাসিয়া ,গাজীপুর।

No comments:

Post a Comment