-কবি মোঃ
আমিনুল এহছান মোল্লা।
এই পতাকা রাখব ধরি,
উঠব সবাই একই নায়ে।
সোনার বাংলা স্বপ্ন আমার
থাকব না আর শত্রু ভয়ে !
শেখ মুজিব ঐ দিচ্ছে ডাক
শুনরে তোরা যেথায় থাক
অস্ত্র হাতে ছুটছে কত..
দামাল ছেলের রক্ত যত।
৭ ই মার্চের বজ্র ধ্বনি
বীর বাঙ্গালীর প্রাণের মণি
ছুটছে দেখ বীরের মতো
লক্ষ প্রাণে স্বাধীন সেতো।
পিতার ডাকে শপথ নিয়ে
আনছে ছিনে বিজয় মেলা
আজকে দেখ দুচোখ জুরে
মায়ের বুকে স্বাধীন ভেলা ।
আজকে আমি গর্ব্ করি
যখন শুনি মুজিব ডাকে
স্বাধীন বাংলার নিশান ধরি
পদ্মা, মেঘনা নদীর বাঁকে ।
----------------------------------রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
।
.
No comments:
Post a Comment