Sunday, March 3, 2019

স্বাধীনতা




                       -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
লাল-সবুজের স্বাধীনতা
উড়ছে পাখির মতো,
বিশ্ব বুকে আপন মনে
রং ছড়ায় সে কতো।

বীর বাঙ্গালীর স্বাধীনতা
রক্তিম জলের ঢেউ
ইচ্ছে মতো ছুটে বেড়ায়
বাধা দেয় না কেউ।

বঙ্গ তাজের স্বাধীনতা
অনেক রক্ত দানে,
যখন খুশি, তখন যে পাই
শেখ মুজিবের গানে ।
-------------------------------------------রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

No comments:

Post a Comment