-কবি মোঃ
আমিনুল এহছান মোল্লা
রাঙা টিপ সবুজ ঘাসে
রক্তিম জলে শহীদ ভাসে
মু্ক্তি সেনা তবু
হাসে
অস্ত্র হাতে যোদ্ধা
পাশে
মায়ের কানে রক্ত জবা
অঙ্গ সে যে সবুজ ঘেরা
রক্তে রাঙা স্বাধীনতা
থাকুক ওগো চির উড়া
।
-------------------------
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
No comments:
Post a Comment