-কবি মোঃ
আামিনুল এহছান মোল্লা।
মুক্তি যু্দ্ধের যুদ্ধ
জয়ী
একাত্তরের মুক্তি
সেনা,
সবুজ ঘাসের রাঙা জ্যোতি
জাতি আজ অনেক দেনা।
যাদের জন্য দেশটা
চেনা
আছে কেবল হাতেগোনা
তাদের মহান আত্মত্যাগে
রক্ত ঝরা দেশটা কেনা।
তবু ওদের কষ্টের জীবন
অঙ্গ জুড়ে ছিন্ন তেনা
কেউ দেখে না , কেউ
আসে না
কেউ দেয়না অন্ন -দানা
!
বৃদ্ধ দেহ অচল হয়ে
কাঁপছে শরীর মুখে
ফেনা
কিসের দিবস, কিসের
দিন..
চায়না যোদ্ধা হাসনাহেনা
।
--------------------------------------
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
No comments:
Post a Comment