Monday, March 25, 2019

প্রত্যাশায়




-----------------মোঃ আমিনুল এহছান মোল্লা
মৌটা বড়ই তৃষ্ণার্ত্ ! পাঁপড়ির মধু চুষবে বলে
প্রতিদিন প্রতিনিয়ত উত্তেজিত শুলে শুলে
বাগানের চারিপাশে শিহরিত দ্বার খোলে
শুল ডুকাবে বলে কত প্রতীক্ষায়, অবিরত উড়ে
কিন্তু লাজুক পুস্প কি এক অভিমানে
মিথ্যে ঘোমটা দিয়ে ।
উত্তেজিত প্রাণে  যৌবন মধু লুকে !
ফোটবে ফোটবে কত অভিনয়ে চুপি চুপি হাসে ।
মৌ যে ব্যাকুল পুস্পকে বিঁধাবে বলে
নির্জনে অতি গোপনে পরম সঙ্গমে ।
শুল যে আজ উত্তেজিত চরম উত্তেজিত
পাপড়ির গহিনে ডুকাবে বলে পরম সুখে পরম মমতায়
একান্তে জড়িয়ে রেণুর স্নানে মিলনের মহনায় ।
প্রান্তিক তৃপ্তির প্রত্যাশায়  রেণু শুলের ঘর্ষণে ।
      -------------


No comments:

Post a Comment