Monday, March 25, 2019

একটু ভেবে দেখ




--------মোঃ আমিনুল এহছান মোল্লা
এসেছো যদি দিয়ে যাও  রবির পথ ধরি
কাটিয়ে আঁধার ভুবন বুকে নীলাকাশে উড়ি ।
                
সরল পথে ভিত বুঁনে যাও মানব মুক্তির তরে
অমর থেক স্মৃতির পাতায় জনম জনম ধরে ।

দুর্বল সৈণিক আপনা ভুলে পরের ব্যর্থ্ খোঁজে
বন্ধুর রণে হেরে তবে গীবত রঙে সাজে ।

অজ্ঞ নহে উর্ধ্বে জ্ঞাণী মানব  ‍মুক্তির পদে
যুগে যুগে জ্ঞানের আলো যায়নি কভু কেঁদে ।

উপমা সেই তুমি হবে অমর জয়ী মুকুট
বিদায়ে যদি কাঁদে সকল ধরণীর অটুট ।

অগ্রণী সে প্রত্যয়ী যে আপন শ্রমের মাঝে
হারেনি কভূ জিতেছে সদা দিবস আলোর সাঁঝে ।

স্বপ্নকাশে  কর্ম্ ভেলা ইচ্ছে আলোয় রেখ
চাও যদি দিবস শেষে একটু ভেবে দেখ ।
-----------------, রাওনাট, কাপাসিয়া, গাজীপুর ।

******************




No comments:

Post a Comment