------মোঃ আমিনুল এহছান মোল্লা।
**************************************************
তোমাকেই রাত্রির পরী মনে হয়!!
তোমার ভিতরে নিষিদ্ধ সব জল ঢুকে
গেছে।
গুপ্ত কূপ যেন পোকামাকড়ে ভরে
গেছে স্তরে স্তরে
রাত্রির পোকা, দিবসের পোকা ,র্নদমার
কীতপতঙ্গ
তোমার জলে সাঁতার কাটে মাতাল নেশা
গ্রস্থ ।
নগ্নতার নরকে যায়
যারা,গিয়ে ফিরে আসে
উম্মাদ মাতাল হয়ে হয়ে
যন্ত্রনার স্বাদ বুকে নিয়ে
রাত্রির পরীদের কিনে কিনে
অথবা নিজেদেরে ইজ্জত বিক্রি
করে
আধুনিক দুলাল দুলালী এক
রঙ্গ শালায় মেতে উঠে
রঙ্গ খোলায়—
রাত্রির পরীরা ডানা মেলে
আছে!
ফাঁদ পেতে আছে----
অভিজাত ক্লাবের গাঢ়
অন্ধকারে গন্ধ পাই তোমার নিম্মাঙ্গের!
ভয়াবহ নগ্ন উগ্রতায় নেচে
উঠো কালো টাকার মঞ্চে
আলিঙ্গনে আলিঙ্গনে বহুদূর
ভেসে যাও মদ্যপানে
তাও আছো জনপ্রিয়তার শীর্ষে
নগ্ন ক্যামেরার অগ্রপানে--
ধিক ধিক তোমারই মতো
বেশ্যাময়ী রাত্রির পরী!
শুভ্র আয়নায় মুখ রেখে
পৃথিবী ছড়াচ্ছো লাল
গোধূলির ফুল।
পর্দার আড়ালে তুমি এক নাইট
ক্লাবের যৌন কর্মী !
তাও আছো অভিজাত শ্রেণীর
মাতাল কোলে কোলে
নগ্ন ক্যামেরার অগ্রপানে--
----১৮-০৬-২০২১
ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
No comments:
Post a Comment