Wednesday, June 23, 2021

এসি রুম তপ্ত!

 -------- মোঃ আমিনুল এহছান মোল্লা।

****************************************

এসির শীতলাস্ত-অন্তে আজিকার উত্তাপের কালে

কিছু কন্ট্রোলার বোতাম টিপে সুখের চেয়ারে দোলে

যেন তেন হাওয়া দেয় বিচিত্র পাখা নেড়ে তার

দেশটাকে পুড়ে দিনশেষে নিঃশেষে করে প্রান্তর

ক্ষমতার দম্ভে গেল শেষকরে চিত্তের মহাসমারোহে

জনতার বুক চিরে চৈত্রের দাবদাহে

কে যে কখন এসি রুম ঘিরে

কন্ট্রোলার হাতে তপ্ত হাওয়া ছাড়ে জন সমুদ্রের তীরে

বুঝা বড় দায় এসব অজ্ঞের জটলায়

সকালে এক বিকালে আরেক রাত্রির অন্ধকার ছায়

ওগো এসি রুম তপ্ত! অস্তমিত সূর্যের উৎসব রাগে!

আজি সবুজের পল্লবে পল্লবে অনলের তাপ লাগে!

এসির উত্তাপে তব পরাজয়ের ব্যথিত চুম্বন

কন্ট্রোলারের অজ্ঞ টিপে শীতল হয়েছে দহন

এর চেয়ে নির্স্কম থাকা ঢের ভাল

জনতার মিছিলে চল—

হে  কন্ট্রোলার তুমি কি বুঝবে দুঃখী মায়ের আঁখি?

তুমি তো এসি রুমে বসে অস্তাচল-পথপরি রাখি!

এসির সিংহাসন হতে শুধু বারে বারে

হরেক উত্তাপ ছেড়ে দাও জনতার ঘাড়ে।

তোমাকে বলি দুঃখী জনতার অভিপ্রায়ি

এসি রুম ছেড়ে যোগ দাও উত্তাল মাতৃসভায়।

বন্ধ হলে সব বিবেকহীন কর্ম্- কোলাহল হবে অবসান

উলট পালট নাহি করো এসি রুমে জাতির সন্ধ্যায়

এ মোর আহ্বান।

-----২৩-০৬-২০২১ ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

No comments:

Post a Comment