Thursday, June 10, 2021

এক যুবকের তরে

 -------মোঃ আমিনুল এহছান মোল্লা।

***********************************

জনতার গান বেজে উঠুক তোমার কণ্ঠ স্বরে!

যৌবনের প্রবল ঢেউয়ে কিংবা হেমন্তের ঝড়ে

এ বুকের ভেতরে জমেছে ভয়ঙ্কর অমানিশা

তবু তোমার হাত ধরে জ্বলে উঠুক পৃথিবীর আশা।

 

ছুটতে দেখেছি অমি বাংলার সবুজ মাঠে ঘাসে

ছড়ায়ে গেছো অলি গলি আকাশে বাতাসে

কি সব মনে পুষে! সে এক বিষ্ময়-

এক যুবকের তরে স্বপ্ন বুঁনেছে মানুষ হৃদয় থেকে হৃদয়!

 

তবু কিছু ভয়! তারুণ্যের উম্মাদনা নিঃশব্দ আসনে

এক যুবকের তরে শত মানুষের প্রাণে

আগামীর নেতৃত্ব দিতে চায়

দুর্ণিনীতি মুক্তির অভিপ্রায়।

 

বিক্ষোভের যে আগুন জ্বলে উঠেছে দলে দলে

হে তারুণ্য তোমাকেই থামাতে হবে সু-কৌশলে।

শত যুদ্ধ বাধে- বিজয় দেখি নবীণ ঊষায়

হে যুবক! যে আগুন জ্বলছে

তুমি এসে দাও নিভায়----

 

তুমি সেই শক্তিধর- সেই শক্তিধর!!

যেকিনা জাগতে পারো মশাল হাতে তরতর!!

----------১০-০৬-২০২১ ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

No comments:

Post a Comment