Saturday, June 12, 2021

আলেম তুমি জ্ঞান দানে

       -----মোঃ আমিনুল এহছান মোল্লা।

                     -উৎসর্গ্ঃ সকল হক্কানী আলেমদের প্রতি।

***************************************

মুক্তি তো চিরদিন রয়ে গেছে আভাসে

আল- কোরআনের আলোতে যা আসে প্রকাশে

আলেম তুমি জ্ঞান দানে

আলোকিত পথ পানে

মাঠে ময়দানে—

 

অজ্ঞেরা ছুটে যায় আল-কোরআনের সুরেতে

চিনে প্রাণ আলোকে মুক্তির সাধেতে

তাগুদের খেয়াল হতে

আসে ফিরে আলোতে

ক্ষণিকের ধরাতে––

       

ভ্রান্ত ছিল  মানব সে  বাতিলের সঙ্গতে

জাহেলীল উত্তালে চলতো সে রঙ্গতে

রঙ্গ শালা ভাঙ্গতে

আল-কোরআনের অলোতে

তুমি আলেম ডাকতে।

 

 সৎ ভাবে সব কাজে তুমি আছো রাজে

আলেম তুমি দেও আলো সকাল দুপুর সাঁঝে।

সদা তুমি জ্ঞান দানে

আলোকিত পথ পানে

মুক্তির র্গজনে--

   -----১২-০৬-২০২১ ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।          

 

No comments:

Post a Comment