Saturday, June 12, 2021

চলো হারাই সুখের বসূধায়

   --------মোঃ আমিনুল এহছান মোল্লা।

    --উৎসর্গ্ঃ পৃথিবীর সকল দম্পতিদের প্রতি

********************************************

হৃদয়ের তরঙ্গ দিয়ে অনুভবে রাখি যারে

তারই বুকে ফুটাই  ফুল ফুলশয্যার বাসরে

প্রেমের গান গাই অমৃত সুরে

তুমি যেও নাকো দূরে- বহুদূরে।

 

দু”জনা বন্ধী হয়েছি ওগো জীবনের কারাগারে

চলতে চলতে চলে যাবো দু’জনা স্বপ্নিল শিখরে।

এ বাঁধন যেন শেষ না হয় কখনো নশ্বর-অবিনশ্বরে

তুমি পূর্ণি হয়ে থেকো রাত্রি আঁধারে

আমি হবো তোমার সূর্য্ দিবস প্রহরে।

 

এই প্রেমটারে হৃদয়ের স্পন্দনে গাঁথি

চলো পাড়ি দেই ক্ষণিকের পথ দিবা-রাতি!!

তুমুল শিহরণ তুলে ভালবাসার ঝঙ্কারে

চলো হারাই সুখের বসূধায় জীবন শিয়রে।

 

চলো হে দাম্পত্য জীবনটারে সুখী করে তুলি

বিরহের ব্যাথা যেন প্রেমের অনুভবে ভুলি।

রোমাঞ্চের সময়টুকু পার হয়ে যাচ্ছে!!

প্রেমের অভাবে এই পৃথিবীর কাঁদছে--

----১২-০৬-২০২১ ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

 

No comments:

Post a Comment