Tuesday, June 8, 2021

মোবাইল র্পদায়

 

------মোঃ আমিনুল এহছান মোল্লা।

*****************************

এ যুগের  ছেলে-মেয়ে ইন্টারনেটের ভীরে

মোবাইলে আসক্ত বিনিদ্র শিবিরে

আকাশে কালো মেঘ নিরালা দুপুর

নিষিদ্ধ পল্লী তাই কামনার সুর।

 

লজ্জা সরম আজ খুঁয়ে ক্ষণে ক্ষণে

অজানা পিপাসা তার জেগে উঠে প্রাণে

লেখা পড়া ছেড়ে সে অসীম আকাশে

ফেইসবুক এ্যাপস এ মরিচিকার আশে!

 

আপন আপনাকে ছেড়ে নিমেষের তরে

পরকিয়া জুটি বাধে কাল- বৈশাখীর ঝড়ে!

ভেঙ্গেছে কতো নীড় নিরুদ্দেশে ভাসি

অন লাইনে  কতো শত ডাকে সর্বনাশী!

 

তুলে নেয় কতো প্রাণ রাত্রির আঁধারে

এ যুগের ছেলে মেয়ে ধর্ষক শিকারে ।

বিনিদ্র কতো শত উলঙ্গ পাপিয়া

মোবাইল র্পদায় ভেসে উঠে জাগিয়া।

 

কেউ নেই দেখে আর কোন সে গোপন!

ছেলে মেয়ে করে কি-কোন সে আবেদন!!

---০৮-০৬-২০২১ ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।             

No comments:

Post a Comment