------- মোঃ আমিনুল এহছান মোল্লা।
*************************************
অফুরান ভালবাসা দিয়েছিলে তুমি
আবার লাইটারও দিয়েছিলে
অনেক কাছে এসে হৃদয়ে হৃদয়ে
বলেছিলে
ভালবাস আমাকে শুধু আমাকে্
একটা একটা পাঁপড়ি ছিড়ে ফুলকে
নগ্ন করেছিলে
সুবাস নিয়েছিলে অবলিলায়--
প্রতিদিন নিত্য নতুন মালা
গেঁথেছো প্রেমের উচ্ছাসে
নদীর ধারে কাঁশবনে কিংবা পূর্ণিমার
আলোয়
ঝর্ণার ধারে
হৃদয় নিংড়ে নিংড়ে কতো কি বুঁনেছো
ভালবাসার জমিনে !
তবে কেন বিরাণ ভূমি! আজ আর দেখি
না
সেইসব কোলাহলে
আজ জ্বলে উঠেছে সেই লাইটার!
ভিতরে জেগে দিলে গোপন কান্নাকাটি
স্মৃতির হাজারো কবিতা
ব্যদনার কাব্য—
সেই সব রোমাঞ্চ জ্বলছে এখন
প্রত্যহ
হৃদয়ের ভিতরে খুব ভিতরে
আগুনের লেলিহান শিখা—
অনেক কাছে এসে হৃদয়ে হৃদয়ে
বলেছিলে
ভালবাস আমাকে শুধু আমাকে্
------২০-০৬-২০২১
ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
No comments:
Post a Comment