Saturday, May 27, 2023

ভুল প্রার্থী দিলে


 নামঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ ৭-০৫-২৩ ইং

******************************

দলের পরিচয়ে নয়, জনতায় হীরো হয় ।

কোন প্রতীক তুমি দিলে জনতা নাহি কয়।

জনবান্ধব যিনি - তিনি হীরো নিশ্চয় !

কে তোমারে প্রতীক দিলো জনতা নাহি কয় !

নেতা চিনে ভোটের মহাসমুদ্র জাগে

জনতার উপর চেপে দেওয়া প্রার্থী

যুদ্ধে ছুড়ে ফেলে রাগ- অনুরাগে ।

এক অস্থির হাওয়া পর্ব্তে পর্ব্তে

জনতা বুঝে গেছে তোমরা চল কোন পথে !

সঠিক প্রার্থী নির্বাচনে

আর নহে প্রহসন।

ভরাডুবি প্রতীকের হবে জনতার সম্মুখে,

জেনে রেখ জনতা্য় হীরো হয়

চেপে দেওয়া প্রার্থীতে নয়—

জনতা বুঝে গেছে, জনতার সম্মান।

ভুল প্রার্থী দিলে প্রতীকের হবে অপমান।

----------------------------------------------

জনতার ঝড়


 নামঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ ৭-০৫-২৩ ইং

******************************

জন যু্দ্ধের ঝড় বয়ে যাচ্ছে চারিধার !

জুলম হুলিয়া রক্ত চক্ষু পরোয়া করে না আর।

ওইসব ষড়যন্ত্র - কালো রক্তের বান,

ঐক্যবদ্ধ জনতা করে দিচ্ছে খানখান।

জনতার মিছিলে হয়েছে বিপুল সমাহার,

ফিরে আসবেই গণতন্ত্রের অধিকার।

ভয় করি নাকো আর !

জনতার রায়ে গগনে উঠবেই উজ্জ্বল রোদ্দুর।

এই জুলুম অত্যাচার-

স্বৈরতন্ত্রের দম্ভ অহংকার

এবার পালাবে, পালাবে দূর- বহুদূর !

জনতার ঝড় বয়ে যাচ্ছে উদ্দাম উচ্ছ্বাসে

আজ মুক্তির দিন গোনা প্রবল উল্লাসে।

বিজয় ধ্বনি উঠেছে শ্লোগানে শ্লোগানে

এসো হে ,তুমি এসো হে এই মিছিলের জয়গানে--

জন যু্দ্ধের ঝড় বয়ে যাচ্ছে চারিধার !

জুলম হুলিয়া রক্ত চক্ষু ভয় করি নাকে আর।

---------------------------------------------

বিপ্লবী মা

  নামঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ ৭-০৫-২৩ ইং

******************************

মা এসেছে, বিপ্লবী মা ! অবাক অভ্যদয়।

বাধা এসেছে, রক্ত ঝরেছে তবু এনেছে জয় !!

পথ -ঘাটে ছুটেছে সে দুর্বার ভয়হারা,

জনতার মা, বিপ্লবী মা, করেছে দিশেহারা।

গৃহিনী হতে রাজ পথে সে উদাত্ত আহ্বানে,

মুক্তির ডাক দিয়েছে সে সত্যের  জয়গানে।

যোদ্ধা সে সম্মুখ পানের ভয় করে না গ্লানী,

প্রাণে তার উদ্দাম ধ্বনি গিয়েছে সবে  জানি।

মিথ্যা সব চুড়ামার করি

বিজয় পতাকা ধরি,

মা সে , বিপ্লবী মা- শেষ প্রতিজ্ঞা বুকে,

দৃঢ় চিত্তে এগিয়ে আসে সব সন্তানের দুঃখে !

আজকে সে উপমা বিজয়ী সেনাপতি

আসে ঝড় ! আসে বাধা হয় না কভূ নতি ।

মার আঘাতে ভেঙে চুড়ে মিথ্যেরা খানখান,

মা এসেছে, বিপ্লবী মা ! জনতার অভোত্থান।

------------------------------------------

Wednesday, May 24, 2023

যদি না দেখি

আমি যে অপলক চেয়ে আছি

নামঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ রাওনাট, কাপাসিয়া,গাজীপুর।

তাংঃ ২৪-০৫-২০২৩ ইং।

****************

এ শুন্যতা খুঁজে ফিরে তোমাকে,

বিপুল কম্পন উঠে প্রাণে,যেখানে তুমি নেই

সেখানে আমি বড় বেশী অন্ধকার !

মনে হয় যেন বেদনার অনলে জ্বলছি,নিয়ত জ্বলছি

প্রতিক্ষণ নিমগ্ন হয়ে তোমাকেই খুঁজি

এদিক -সেদিক খুঁজি

যদি না দেখি,

ব্যাকুল হয়ে উঠি এক শুন্যতার কোলাহলে।

যেখানে তুমি আমার মৌরীফুল

যেখানে তুমি আমার হৃদয় কবি!

সেখানেই এঁকেছি  তোমার উজ্জ্বল ছবি !

তুমি এসো, প্রতিদিন এসো ডানা মেলে

আমি যে অপলক চেয়ে আছি—

----------------------------------

Tuesday, May 23, 2023

তুমি সেই ম্যাজিক নাম

 নামঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ রাওনাট, কাপাসিয়া,গাজীপুর।

তাংঃ ২৩-০৫-২০২৩ ইং।

***********************************

নামেই তুমি প্রসংশিত ! প্রসংশার ফোয়ারা !

যেখানে তুমি এক অপরূপা- সূহাসিনী- সূরভী

মিষ্টি হাসির পূর্ণিমা ঝলক!

সেখানে আমি অপলক দৃষ্টি !

তবু কেন প্রাণে শুন্যতার খেলা, ভালবাসার দুর্ভিক্ষ!

বালুকা রাশিতে কেন মুক্তাহীন ঝিনুক?

হৃদয়ের মধ্যে তোমাকে রেখেছি আমি

ঠিক মুক্ত যেমন ঝিনুকের ভিতরে

জানি

জন্মেই তুমি প্রসংশিত ! নামের অর্থ্ই প্রসংশা!

এ নাম ভুলি কি করে ?

আপাদমস্তক তুমি সেই ম্যাজিক নাম “ প্রসংশিত”

অনেক ভালবাসি তোমায়—

তুমি আছো হৃদয় ঝিনুকের ঝলঝল মুক্তায়—

-------------------------------------

কিছু না বলেও

 নামঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ রাওনাট, কাপাসিয়া,গাজীপুর।

তাংঃ ২৩-০৫-২০২৩ ইং।

****************

-------------------------------------

মুক্তা ঝরানো সেই হাসিটার দিকে তাকাতেই,

কি এক কম্পন অনুভব করি নিমিষেই !

তড়িৎ গতিতে ছুটে যায় শিরে-উপশিরে,

রক্ত কণাগুলো চমকিত হয় খুব গভীরে-

আমি খুঁজে নেই সেইসব কষ্ট রাশি থেকে

আমার সেই তুমিকে-

যে তুমি ফুটে উঠ ফুল হয়ে থরে থরে

আমার এ দীর্ঘ্শ্বাসে—

কিছু না বলেও বলে যাও অনেক কিছু !

শুধু আমার জন্য যে ফুল হও তুমি

যে গান গাও তুমি দিবাযামি-

আমি সে পদ্মখানিকে আগলে রাখি এ বুকে !

যতই ভুলে যাও ভুলতে পারবে না

হৃদয়ের ঝড় !

ভালবাসার অতুল্য ক্ষমতা চির মুক্তির ।

 -------------------------------------

তুমি এসে আলো দিও

 নামঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ রাওনাট, কাপাসিয়া,গাজীপুর।

তাংঃ ২৩-০৫-২০২৩ ইং।

****************

তুমি এসে আলো দিও লোডশেডিং হোক,

ঘোর অন্ধকারে খুঁজে ফিরে আমার এ চোখ ।

এ অন্তরে জ্বলুক তোমার ওই পূর্ণি আলো

যে আলোকে বিপুল ভালবাসি শর্তহীন !

তোমার শুন্যতা অনুভব করি লোডশেডিং হলে

আর তুমি সম্মুখে এলেই

তরিৎ তরঙ্গে জ্বলে উঠে হৃদয়ের বাতি !

শিরা-উপশিরাগুলি চঞ্চল হয়ে উঠে

বীর দর্পে ঝাঁপিয়ে পড়ি যুদ্ধের ময়দানে

সমস্ত অস্থি মজ্জায় বিপুল অনুপ্রেরণা জাগে

মনে হয় তুমি আমি একই আত্মায়

অভিন্ন স্পন্দন—

যদি কখনো লোডশেডিং হয়, তুমি এসে

প্রেমের শিখা জ্বলে দিও---

-------------------------------------

তুমি সে কবিতা

 নামঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ রাওনাট, কাপাসিয়া,গাজীপুর।

তাংঃ ২৩-০৫-২০২৩ ইং।

****************

আমি যে কবিতার সন্ধানে, তুমি সে কবিতা !

এখানে নেই সংশয় ! এখানে নেই বৈরীতা,

কবিতার বর্ণে শব্দে চরনে চরনে

তুমি যে ফুটে আছো মধুময় ঘ্রাণে ঘ্রাণে !

ফুলের দিকে তাকালেই পাঁপড়িগুলো হেসে উঠে

মধুচন্দ্রিমার মতো ঝলকানি দেয় রাঙা ঠোঁটে

উঁচু পাহাড়ের পাদদেশে অবিরাম বয়ে চলে ঝর্ণা

কলকল ঢেউয়ে ভেসে যায় পুলক কন্যা

সাগরের অথৈ জলে তরঙ্গেরা মেতে উঠে

এক অনুপম স্বর্গ্ খেলায়-

আমি অপলক দৃষ্টিতে সেই কবিতার ছন্দকে

অনুভব করি সুখ স্বর্গের স্পর্শতে-

হয়তো হারিয়ে যাই, নয়তো  তোমারেই খুঁজি !

যেখানে তুমি শুধু আমারই কবিতা—

-------------------------------------

Monday, May 22, 2023

অবাক স্বদেশ

 নামঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ রাওনাট, কাপাসিয়া,গাজীপুর।

তাংঃ ২২-০৫-২০২৩ ইং।

****************

অবাক স্বদেশ ! অবাক করলে তুমি

যে রক্তদানে পেয়েছি স্বাধীনতা, পেয়েছি মুক্ত ভূমি।

আজ সেখানে পতাকা উড়ে তবু যে পরাধীন !

চারিদিকে গুম- হত্যা, জুলুম –নিযার্ত্ন

লুটতরাজ, হানাহানি অপশাসন- অযূত প্রহসন।

লক্ষ শহীদের রক্ত এখানে ক্রমে ক্রমে

কোথায় যেন থমকে যাচ্ছে চেতনার প্রবাহে !

বোধশক্তিহীন গণতন্ত্রের প্রাণ

বাচালের মতো কত কথা বলি, কত দেশ প্রেম দেখাই

আদৌ কি অন্তরে লালন করি ?

না না এমন কাউকে পায়নি যে হবে মাতৃকার

কান্ডারী ! আঁধারের পাঞ্জেরী—

যে যেখানে আছে ,সে সেখানেই খুঁজে নেয়

আপনার স্বার্থ্—

দেশ প্রেমের কবিতা এখন ছদ্মবেশী প্রাণ !

অবাক স্বদেশ ! অবাক করলে তুমি

যে রক্তদানে পেয়েছি স্বাধীনতা, পেয়েছি মুক্ত ভূমি।

------------------------------------------

পূর্ণিমার আলো তুমি

 নামঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ রাওনাট, কাপাসিয়া,গাজীপুর।

তাংঃ ২২-০৫-২০২৩ ইং।

****************

ঠিক যেন পূর্ণিমার আলো চারিদিকে

তুমি এলেই চাঁদ মনে হয় চোখে মুখে।

শুভ্র দাঁতের ঝলকে

কাজল কালো চোখের পলকে

এত অপরূপা কখনো দেখেনি কেউ,

এত সুহাসিনী তুমি !এত রাঙা ঠোঁটের ঢেউ

বিষ্ময়ে চেয়ে দেখি কত সব কলরব!

অন্তর দোলে যায়-

স্পর্শ্ করে যায় শরীরের ভাঁজে ভাঁজে সব।

কি এক কবিতা লিখেছো তুমি!

রক্তে রক্তে আঁকা ভালবাসার পটভূমি।

ঠিক যেন পূর্ণিমার আলো তুমি

তুমি এলেই জেগে উঠে অন্ধকার প্রাণ ভূমি।

----------------------------------------

তুমি এক প্রেমের ফুল

 নামঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ রাওনাট, কাপাসিয়া,গাজীপুর।

তাংঃ ২২-০৫-২০২৩ ইং।

****************

প্রাণে প্রাণে যৌবনের যে পুস্পদল,

রূপ লাবণ্যের মহা যে আয়োজন,

অতুল্য তরঙ্গের যে শস্যক্ষেত্রতল।

যে গৌরব সৌরভ ছড়ায়ে শাখে শাখে

এ পৃথিবীর আঁখি অপলক চেয়ে দেখে !

সেখানে তুমি রূপের মহারাণী !

অযূত প্রাণে শত কামনা-বাসনার ধরনী।

কিন্তু তুমি কখনো কি ভেবেছো ?

এ তুমি নহে তোমার তরঙ্গে তরঙ্গে

ভালবেসেছে বলেই উল্লসিত রঙ্গে

প্রেম আছে বলেই  সুধাগন্ধে মধুবিন্দুভারে

তুমি এতো সুন্দর- সূরভী !

সসম শত প্রাণের স্বপ্নীল কূল !!

উদ্‌বেল উদ্দাম মুক্ত উদার

তুমি এক প্রেমের ফুল।

-------------------------------------

দুরন্ত যৌবন হারিয়ে

 নামঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ রাওনাট, কাপাসিয়া,গাজীপুর।

তাংঃ ২২-০৫-২০২৩ ইং।

****************

এইতো কিছু আগেও ছিল যৌবনের তরঙ্গ বান,

ধীরে ধীরে এইসব তরু লতা গিরি নদী বন,

ফাল্গুনের ঝরা পাতার মতো ঝরে যাচ্ছে এখন,

ভাঁজে ভাঁজে সায়াহ্নের ডাক শুনি কম্পিত প্রাণ।

নিথরের দিকে ছুটে চলেছে জীবনের নৌযান ,

সন্ধ্যা লগ্ন ঘনিয়ে এসেছে উথরোল গগণ ।

যৌবনের সূর্যটা দিগন্ত পেরিয়ে-

এক আঁধারে নিয়ে যাচ্ছে স্মৃতির পট হয়ে।

জাগরণপূর্ণ্ আলো আর উঠে না নব প্রভাতে

শরীরের ভাঁজে ভাঁজে পড়ন্ত বিকেলের র্স্পশতে

আমি মৃত্যুর প্রহর গুনি

পৃথিবীর শত লক্ষ ক্ষুধা এখনো মিটেনি !

তবু যে যেতে হবে সেই অনন্তের সন্ধানে-

এই প্রাণ নহে গো তোমার কখনো আপনে।

এখন তুমি দুরন্ত যৌবন হারিয়ে

ভঙ্গুর শরীরে যবনিকায় দাঁড়িয়ে।

------------------------------------------


 

Sunday, May 21, 2023

আল্লাহ’র করুণা চাও হে

 নামঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ রাওনাট, কাপাসিয়া,গাজীপুর।

তাংঃ ২১-০৫-২০২৩ ইং।

******************

আল্লাহ’র করুণা চাও হে এই বসুন্ধরে,

মুক্তির মালিক তিনি রহমের নাম ধরে।

এই সব বিপদ- আপদ, বিরহ- বেদনা

পরীক্ষা ছাড়া নহে কিছু এই নশ্বরে

শুধু গোলাম তুমি বুঝ না-

দু”হাত তুলে ক্ষমা চাও মালিকের দরবারে,

ছবরে পরিপূর্ণ্ করো এ প্রাণ নত শিরে ।

মু্ক্তি আসবে ফিরে চমকিত বার্তা হয়ে,

তুমি উঠবে জেগে বিপুল ঝলক দিয়ে

এই অশান্ত পৃথিবীর মাঝে

যুদ্ধ- বিগ্রহ, রোগ- শোক বিজয়ে

আবার হাসবে ভঙ্গুর প্রাণ নব সাজে।

তোমার স্রষ্টা বড় দয়াময়- করুণাময় !

তার রহমে দেখবে তুমি নব সূর্য্দয় ।

Saturday, May 20, 2023

অধিকার দিবো নাকো

  নামঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ ২০-০৫-২৩ ইং

******************************

অধিকার দিবো নাকো, দিবো নাকো কিছু,

ক্ষমতা শুধু চাই - তাই তার পিছু !

যা খুশী করবো তা, নাহি কিছু অন্য,

তুই  কে ? আমি সব ,কর তা গন্য।

নইলে পদাঘাত তোরে যাবো করি,

লাভ নাই কোন কিছুর বিদ্রোহ গড়ি ।

বৃক্ষের ডালা পালা সব আমার তরে

যা চাই হবে তা- বাকী সব ঝরে ।

দিক থেকে দিকে আমার শাসন চলে,

বিদ্রোহ করিসনা কোন কালে ভুলে !

তন্ত্র মন্ত্র গণতন্ত্র দিবো নারে মোটে-

তোদের নেতা আমি হবো বিনাভোটে।

কিসের ভোট ,কিসের রায় !

জনতার হায় হায়---

অধিকার দিবো নাকো, দিবো নাকো কিছু,

ক্ষমতা শুধু চাই - তাই তার পিছু !

-----------------------------------------