নামঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।
স্থানঃ
রাওনাট, কাপাসিয়া,গাজীপুর।
তাংঃ
১১-০৫-২০২৩ ইং।
********************
নবীণের
গান শুনি, নবীনের ডাক,
চৌধার
বাজে সুর প্রবীণেরা থাক।
সৌরভ
সুবাসে ভরপুর যিনি
নেতা
সে জনতার সবে গেছে জানি।
আয়
নেতা, আয় নোমান
ভোলা-৩
আসন।
বিজয়
মালা দিবো তোরে, আয় তুই আয় !
শেখ
হাসিনার নৌকায়
তোরে
সবে চায়—
তুই
নবীণ, তুই প্রাণ ভোলা-৩ আসন ।
তজুমদ্দিন
– লালমোহন
জনবন্ধু,
জননেতা- জয় বাংলার গান
সবার
প্রিয় ইঞ্জিঃ আবু নোমান।
নবীণের
গান শুনি, নবীনের ডাক,
চৌধার
বাজে সুর প্রবীণেরা থাক।
--------------------------------
No comments:
Post a Comment