কলমেঃ আমিনুল এহছান মোল্লা।
তারিখঃ ২৯-০৮-২০২৪ ইং
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
**********************************
মেধা বলে মেধাবীরে,শোন ভাই,
রক্ত ঝরিয়া আজ পেয়েছো ঠাঁই!
কেন উনানে পুড়িয়া তুমি হবে
ছাই?
মেধা বলে মেধাবীরে,
পরীক্ষা নাই।
হায় হায় মেধাবী, একি
মেধার ঝড়!
তুমুল অগ্নিতে পুড়িছে সভ্যতার
ঘর।
মেধা বলে মেধাবীরে তুই তো
চঞ্চলতা,
নিজেকে করিয়া ভস্ম খুঁজে
নে সফলতা।
-----------------------------------------
No comments:
Post a Comment