Saturday, August 24, 2024

সাধু জনের সাধু কথা

 কলমেঃ আমিনুল এহছান মোল্লা।

তারিখঃ ২৪-০৮-২০২৪ ইং

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

**********************************

সাধুর দেখা কবে পাব বলে যা ডাকি,

যে-ই -আসে যায় সে-ই- দেয় ফাঁকি !

বিরোধী হলে রাখে গণতন্ত্রের হিসাব,

শাসনে থাকিলে পরে স্বৈরতন্ত্রের ভাব।

 

সাধু গেছে পালাইয়া -মহা প্রভূ একি!

আশার ভেলায় এ যেন সব শুন্য দেখি।

লুটে পুটে ওরা সব একই পথের বাঁকে,

ষড়ঋতুর ভিতরে ষড়রিপুর ছবি আঁকে।

 

এ দেখে স্বাধীন দেশে দোসরেরা হাসে,

সাধু জনের সাধু কথা চাটুক হতে আসে।

সাধু জনে হারিয়ে পথ ব্যক্তি পুজা-খাতে,

ন্যায়নীতি অস্তাচলে ছুটিছে রক্ত পাতে—

 

সাধু জনের সাধু কথা- বড় ভাড়ী বুঝা

 করিছে এখন সে আপন দলের পূজা।

---------------------------------------

No comments:

Post a Comment