কলমেঃ আমিনুল এহছান মোল্লা।
তারিখঃ ২৯-০৮-২০২৪ ইং
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
**********************************
যে সেবার ভ্রতে আসি
দলবাজিরে করে পেশা,
সে নহে গো সাধুজন, নহে গো সোনালী উষা।
সে ছদ্মবেশী গুনীজন,
কুটিল অন্তরে আসি,
চাটুক নীতিরে করে পেশা
রাজনীতিতে গা ভাসি।
যে কাজ ছিল সেবার ভ্রতে
সরল প্রীতি ভরে,
সে কাজে নাহি গো একাগ্রতা
বহুদিন ধরে!
সে এখন তর্জনে গর্জনে
ভাষণে হিংস্র পশুর ভূষণ!
সে আর নাহি গো মহৎ- কি
করে করি প্রিয়সম্ভাষণ?
ওরে দূর করো আত্মভেদ
বিপদ- অঙ্কুর,
হীনতা- ক্ষীনতা- উগ্রতায়
নাহি যেন শুনি সুর।
মহৎ পেশা কেন হবে ঘৃনীত-
উপেক্ষীত-লাঞ্চিত?
তোমার নৈতিকতাই তোমারে
করিছে অপমানিত।
-----------------------------------------------
No comments:
Post a Comment