Thursday, August 15, 2024

দূর- সে অনেক দুর

কলমেঃ আমিনুল এহছান মোল্লা।

তারিখঃ ১৫-০৮-২০২৪ ইং

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

**********************************

দূর- সে অনেক দুর স্বাধীনতার দিগন্ত!

অধরার পিছু ছুটেছি অবিরাম অক্লান্ত।

 

পুস্পহীন বাগান যেমন জাগেনা সৌরভে,

তেমনি পুস্পবিলসী আসেনা বসন্ত উৎসবে।

এখানে সাপ বিচ্ছুরা তীব্র বেগে আঘাত হানে,

ইঁদুরেরা সিঁধ কাটে নিভৃত প্রহরে পলাশ কাননে।

 

দূর- সে অনেক দুর স্বাধীনতার পরশমণি,

বাগান জুরে ভুঁত প্রেতের ভয়ঙ্কর বজ্র ধ্বনি!

স্বাধীনতায় ঢুকে গেছে অশুভ শিল্পীর তুলি,

শুভরা পালিয়েছে নতশির  অধিকার ভুলি।

 

পুস্প শুন্যবগান বড়ই অসুন্দর বড়ই নিরান্দ,!

দূর- সে অনেক দুর স্বাধীনতার তাল লয় ছন্দ।

মুক্তির কবিতায় শুধু তপ্ত ঝড়ের সংঘাত- দ্বন্দ,

মহাকাব্যের চরনে চরনে পঁচা রক্তের  র্দূগন্ধ।

---------------------------------------------

No comments:

Post a Comment