কলমেঃ আমিনুল এহছান মোল্লা।
তারিখঃ ১৭-০৮-২০২৪ ইং
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
**********************************
ওরা দেখি কোটায় ঢুকে
মেধারে করেছে গ্রাস!
তাজা রক্তে নেচে নেচে করছে পরিহাস!
বৈষম্যের অগ্নি ঝড় জাতির
পিছে পিছে,
বিপ্লবের রক্ত ঝরা আজ কি
তবে মিছে?
কোটা এখন উ্চ্চ শিরে কে
তারে থামি?
বলতে পারো কোন পরীক্ষায়
পাশ করেছো তুমি?
বৈষম্যরে দিচ্ছ ঠেলে-
শুন্য রিক্ত আমি-
মেধার ভিতর কোটা ঢুকে
রক্ত ঝরা ভূমি।
বিপ্লবের রাঙা আঁখি হারিল
কি ধরা?
নিজ স্বার্থে সুন্দর- স্নিগ্ধ-
গীতগন্ধ ভরা।
ন্যায্য বিপ্লব কহিল ডাকি
হে প্রিয়া- প্রিয়,
কোটায় নয় মেধার ভিতর তুমিও
থাকিয়ো।
----------------------------------------
No comments:
Post a Comment