কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট-কাপাসিয়া-গাজীপুর।
তারিখঃ ১১-০৮-২০২৪ ইং
***********************************
বহুদিন পরে আজ রাত্রে ভেঙে গেল ঘুম,
প্রহরীরা এখনো চারিদিকে নিস্তব্ধ নিঃঝুম!
যখন অপলোক দেখিলাম চেয়ে
চেয়ে-
সেই তুমি এসেছো স্বপ্নপথ
বেয়ে বেয়ে।
এখন মাতৃকায় চলিছে
দুরাশার স্রোত
স্বপ্নগুলো ভেঙে ভেঙে
চূড়মার ধূলিসাৎ।
অনেক প্রত্যাশায় বিফল
জীবন যাহাদের,
সেখানে তুমি এক
স্বপ্নের বীর- বিজয়ের।
এই ক্লান্ত জড়া জীর্ণ্
পৃথিবীর পথে পথে
তাজ দেখি জলে স্থলে
আকাশে- পর্বতে।।
নর্দমার ধূলি বালি
মেতেছে মুক্তির সংঘাতে,
স্বাধীনতা মৃত্যুমুখী,
ঈগল শকুনের রক্তপাতে।
হয়তো একদিন কঠিন পথ
যেতে যেতে
বিজয়ের পতাকা উড়াবে
উল্লাসে মেতে মেতে।
--------------------------------------------
No comments:
Post a Comment