কলমেঃ আমিনুল এহছান মোল্লা।
তারিখঃ ১০-০৮-২০২৪ ইং
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
**********************************
হে নবীণ,এ স্বাধীনতা না
যেন হয় ক্রন্দন,
এসো হে দৃঢ় শপথে নব চেতনে গড়ি বন্ধন।
চল হে দেই ডাক সাম্যের -গাই
গান মুক্তির,
চল হে মুছে দেই পরাজয় আছে
যত অপার।
ওরে যত রক্ত দিয়েছো ঢেলে এ
স্বাধীনতারে
চল হে রক্ত পণে মুক্তি দেই
বাংলা মাতারে।
আছে যত দেশদ্রোহী -লুটেরাজ
-স্বৈরাচার
চল হে নিপাত করি বজ্র কণ্ঠের
হুঙ্কার!!
চল হে শপথ করি আছে যত শোষিত
বঞ্চিত
তাদের প্রাণের তরে মুক্তির
সুধা করি সঞ্চিত ।
ভাবি যেন মুসলিম হিন্দু বৌদ্ধ
খ্রীষ্টান ভাই
চল হে এক সুরে সোনার
বাংলা গান গাই।
বলি হে রাখবো না মতভেদ-
মিথ্যা সম্প্রদায়
আমরা এক অভিন্ন জাতি দূঢ়
প্রতিজ্ঞায়।
স্বাধীনতা হবে মুক্তিদাতা,
তোমরা হবে বীর
বাংলা হবে সভ্য জাতি- শ্রেষ্ঠ
পৃথিবীর।
-----------------------------------------
No comments:
Post a Comment