কলমেঃ মোঃ আমিনুল এহছান
মোল্লা
স্থানঃ
রাওনাট-কাপাসিয়া-গাজীপুর।
তারিখঃ ২৯-০৮-২০২৪ ইং
*********************************
ওগো, তুমি যদি হও নব
সৃষ্টির নব কবি,
নব জাগরণে উঠ জাগি
যুগপ্রভাতের রবি।
যে বাংলা হাসিবে আলোর
তরুণী ঊষায়,
সে আনন্দ বিপ্লবে
ছুটেছি অযূত আশায়।
কভূ শুনিতে চাহিনা নানা
রাগরাগিণীতে,
বেজে উঠুক অসুর সুর আগমনী
সংগীতে।
শহীদ রক্তে লেখা যে
লিপি -যে গান বহিয়া আনে,
তারই বলি আমি স্বাধীন বাংলাদেশ
জগৎ পানে।
এখনো স্বাধীনতারে খুঁজি
সংগীত সৌরভে!
কেন এতো হীনতা শুন্যতা বিজয়
উৎসবে?
ওগো, তুমি যদি হও নব
সৃষ্টির নব কবি,
মুছে দাও অন্তরে আঁকা
ব্যাদনার যত ছবি।
-------------------------------------------------
No comments:
Post a Comment