কলমেঃ আমিনুল এহছান মোল্লা।
তারিখঃ ২৩-০৮-২০২৪ ইং
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
**********************************
কে ধবল -কে কালো- নাহি স্থান
পায়,
মানুষই মানুষের জন্য অভিন্ন
কবিতায়।
কে মুসলিম, কে হিন্দু. কে
বৌদ্ধ এ বসূধায়,
নাহি তার কোন গল্প উপন্যাস
কাব্য রচনায়।
একই রাঙা কালিতে রচিত শিরা-উপশিরা।
হরেক ফুল ফলে ভরা স্পন্দিত
রক্ত ধারা।
মানুষই আঁখি মেলে চাহিয়াছে
তার চারিপাশে,
কেউ যেন বিরহের অশ্রু জলে
নাহি ভাসে—
মানুষই গাহিয়াছে সাম্যের
গান,তাই শুনা যায়
তবে কেন মানুষ তুই
কাঁদিবে হায়! হায়!
তোরাই তো জগৎপানে বিজয়ের উচ্ছাস.
তোরাই বহিয়া চলিস নির্মল
বায়ু- বাতাস।
মানুষ মানুষের তরে নাহি কোন
উদাস,
মানবতাই মুক্তির গান, চির
সাম্যের সুবাস।
--------------------------------------------
No comments:
Post a Comment