কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ
রাওনাট-কাপাসিয়া-গাজীপুর।
তারিখঃ ২২-০৮-২০২৪ ইং
*********************************
ওরে কোথায় আছিস মানবতার
ফেরিওয়ালা!
ওই ডাকিছে দুঃখী বঞ্চিত
বন্যা বাসি এলাকা।
ওরে খুলে দে উদার প্রাণ
মুক্তির বরষনে,
ওরে চেয়ে দেখ কত প্রাণ
ভাসিছে প্লাবনে।
হে মানবতা, তোরেই
চাহিছে জনে জনে,
ওরে জল রাশি আন্দোলিছে
বিরাট মন্থনে!
ওরে অশ্রু জলে কাঁদিছে বঙ্গের
ভাই বোন,
ওরে কোথায় আছিস! ছুটে
আয় এই ক্ষণ?
ওই বন্যা বাসি বিষম
দুঃখে ক্ষুধায়-তৃষ্ণায়,
তোর পানে চেয়ে আছে- আয়
ছুটে আয়।
মানুষের ভিরতেই
মানবতা,মানুষে ই মুক্তি,
বন্যার কল্লোলভঙ্গে ঐক্যই
বিজয়ের শক্তি।
ওরে কোথায় আছিস মানবতার
ফেরিওয়ালা!
মানবের ক্রন্দন রুধে ছুটে
আয় -এ কাফেলা।
------------------------------------------
No comments:
Post a Comment