Friday, August 9, 2024

বিপ্লবের মর্যাদা

 কলমেঃ আমিনুল এহছান মোল্লা।

তারিখঃ ০৫-০৮-২০২৪ ইং

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

**********************************

বিপ্লবের নামটা দিয়ে স্বাধীনতা বলি যারে,

সেখানে মুক্তি সে অবরুদ্ধ কারাগারে !

 

যে স্বাধীনতা ছিনতাই হয় রাত্রির অন্ধকারে,

সে জাতির মুক্তি নাই শহীদ রক্তের সম্ভারে।

 

যে যোদ্ধা ছুটে যুদ্ধরণে আন্তরপানে গাঁথি

সে চায় সদা উজ্জ্বল সূর্য- চন্দ্র দিবারাতি !

 

যে বিজয়ে  পুঞ্জিভূত ক্ষোভের আগ্নিবান,

সে বিপ্লবের মর্যাদা থাকে কি করে অম্লান ?

 

স্বাধীনতা তো অসিম বিস্তৃত ধূলির পরে ধূলি,

এখানে নেই কোন বৈষম্য রক্তপাত অলি-গলি।

 

রক্ত ঝরা বিপ্লবে যে  বিজয় আসে উঁচুশির তুলি,

আপন স্বার্থে বিক্রি করে কিভাবে তারে ভুলি ?

--------------------------------------------

No comments:

Post a Comment