কলমেঃ আমিনুল এহছান মোল্লা।
তারিখঃ ০8-০৮-২০২৪ ইং
স্থানঃ
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
**********************************
ওহে মোছো এখন অশ্রুজল, চাও
হাসি মুখে,
সোনালী সূর্য উঠেছে ওই রাঙা রক্তের বুকে!
এগিয়ে যাও সংস্কারে নব
মুক্তির সন্ধানে,
চির সত্যের স্পন্দন ডেকে
লও পরানে।
হউক বিরাগবাজন কেহ যুদ্ধের
উদ্যানে
তবু তুমি স্বপ্ন উষার আলো
রাত্রির গগণে।
হয়তো কেহ ভালবাসে নয় তো
কেহ না,
তাতে তোমার কি হে নবীণ উম্মাদনা।
তুমি প্রতিবাদী তলোয়ার,
তুমি রাঙা চোখ
তুমি বিজয় নিশান, তুমি
রাত্রির চন্দ্র মুখ।
ওহে মোছো এখন অশ্রুজল, চাও
হাসি মুখে,
সোনালী সূর্য উঠেছে ওই রাঙা রক্তের বুকে!
-------------------------------------------
No comments:
Post a Comment