Thursday, August 8, 2024

যোদ্ধার রক্ত ফুলে

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট-কাপাসিয়া-গাজীপুর।

তারিখঃ ০৮-০৮-২০২৪ ইং

***********************************

বিপ্লবের পরে আসে যদি বিজয়- সে এক আনন্দ!

তার চেয় বড় পরাজয় যদি না থাকে বিজয়ের বসন্ত।

 

অনেক রক্তে লেখা বিজয়ের কবিতা-মহাকাব্য,

এখানে থাকে সম্প্রতি- শ্রদ্ধাবোধ- সাম্য -সভ্য।

হে বিপ্লবী, কারা অগ্নি সংযোগ লুটতরাজে মত্ত্ব ?

এই স্বাধীনতা চাইনি যেখানে অবরুদ্ধ মুক্তির সত্ত্ব।

 

ওরে,যোদ্ধার রক্ত ফুলে যদি সুবাস বহে সুমন্দ,

কোন অসুর শক্তি পারবে না ছিনাতে ফুলের সুগন্ধ।

তুমি যদি হেরে যাও হেরে যাবে বিপ্লবের রক্ত,

সাবধান! ওত পেতে আছে শত শকুনের ভক্ত।

 

যোদ্ধার সুরে সুরে গাই মুক্তির গান আপন মনে,

 হে স্বাধীন এসো হে শোষিত বঞ্চিতের আমন্ত্রনে।

------------------------------------------------

No comments:

Post a Comment