Friday, August 9, 2024

নব সূর্য দেখি আমি

 কলমেঃ আমিনুল এহছান মোল্লা।

তারিখঃ ০৯-০৮-২০২৪ ইং

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

**********************************

বাতাসে নব ফুলের সুবাস গিয়াছে ছড়িয়া,

পঁচা র্দুগন্ধ নাকে আসিবে না আর ফিরিয়া।

 

জুঁই চ্যাঁমিলী শিমুল পলাশ খুলিছে  যত আঁখি,

বাগান সাজিছে নবরূপে উড়িছে কত পাখি !

নব সূর্য দেখি আমি সোনালী রাঙা গগণে

ধূসর কালো মেঘেরা চলিছে আত্মগোপনে।

 

অতন্ত্র প্রহরী আছে জাগি গ্রাম ও নগরে,

বিদ্রোহের উত্তাল ঢেউ উঠিছে পর্বত সাগরে।

সব ব্যর্থতা ভেসে নিয়ে যাবে নবীণেরা গঙ্গায়-

সোনালী সূর্য আবার আসিবে ফিরে বাংলায়।

 

যারা দিয়েছে কীট পতঙ্গরে ডাক ফুলের সম্ভার,

তাদেরকে রুখে দাও এই প্রজন্ম দুরন্ত-দুর্বার।

-------------------------------------------------

No comments:

Post a Comment