Friday, August 9, 2024

কাক -ঈগলের মিছিল

 কলমেঃ আমিনুল এহছান মোল্লা।

তারিখঃ ০৯-০৮-২০২৪ ইং

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

**********************************

 

এখন চারিদিকে উড়িছে নোংরা কাক!

তৃষ্ণার্ত বুকে দিন রাত দিয়ে যায়  ডাক।

বিষাক্ত সাপেরা দিয়েছে উঁকি পশ্চিমসাগরে

ঈগলের তীক্ষ্ণ দৃষ্টি পড়েছে মাটির স্তরে স্তরে।

 

ধারোলো নকের আঘাতে রক্তে ঝরে চারিধাার

তবু শান্ত প্রাণীরা বুঝে না আপনায় বাঁচিবার ।

স্বাধীন কূলে এ কি ! কাক- ঈগলের মিছিল,

বজ্র স্বরে শকুনে রে ডাকিছে স্বাধীন নিখিল।

 

মায়ের অস্থি মজ্জা ছিড়ে ছিড়ে খাচ্ছে  চিল

তবু ভাঙছে না ঘুম! খুলছে না বদ্ধ খিল !!

ওরে আঁখি মেলবি কবে, ঘুম ভাঙবে না কভূ?

ওরা যে রক্ত চুষে যাচ্ছে- কিছু বলবি না তবু !

-----------------------------------------                      

No comments:

Post a Comment