Thursday, August 29, 2024

ভ্রান্ত অভিসার

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট-কাপাসিয়া-গাজীপুর।

তারিখঃ ২-০৮-২০২৪ ইং

*********************************

ভ্রান্ত অভিসারে ছুটেছো কোন পথপানে?

কার মন্ত্রে ! কি বিপদ সম্মুখে কে জানে !

 

ওরে,এখন যা মনে হয় চিরজীবনের সুখ,

সে তো এক দুষ্টের ডাক ক্ষণিক হাসিমুখ।

কত ষড়জাল- কত স্বার্থ্- কত সুপ্ত গান,

যা তুমি দেখো নাই কভূ শিহরিয়া প্রাণ।

 

হুজুগ আবেগে ছড়িয়াছো বিদ্যুৎ আলো,

এখন অন্ধকারে বসি জগৎ রে বল কালো!

কি নিবিড়তিমির নিশা, অসীম কান্তার!

চারিদিকে হিংস্র হায়েনার বজ্র হুঙ্কার--

 

কাহারে ডাকিয়া বল বিষাদে ভরা -এ জীবন,

এক ভ্রান্ত অভিসারে তুমি যে করিছো ভ্রমণ?

--------------------------------------------

No comments:

Post a Comment