Friday, August 9, 2024

স্বাধীন মঞ্জিলে

 কলমেঃ আমিনুল এহছান মোল্লা।

তারিখঃ ০৯-০৮-২০২৪ ইং

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

**********************************

স্বাধীনতার পূর্ণতা এখনো ঘুমিয়ে আছে,

এখনো নির্ঘূম পাহারা পাড়া মহল্লার মাঝে।

 

চোর ডাকাতেরা লুটে নিচ্ছে,মেরে দিচ্ছে

স্বাধীন বাংলা আজ কাঁদছে, শুধু কাঁদছে,

আগুনের কালো ধোঁয়ায় বাড়ী ঘর পুড়ছে

স্বাধীন মঞ্জিলে এ কি হচ্ছে! এ কি হচ্ছে !

 

নদী- নালা ,খাল -বিলে লাশগুলো ভাসছে

তরতাজা মানুষগুলো ওভার ব্রীজে ঝুলছে।

এ কি আতঙ্ক স্বাধীন মঞ্জিলে?

চারিদিকে গুলাগুলি সদ্যুদের দখলে।

 

এতো রক্ত দিয়ে হলো কি লাভ ?

চারিদিকে দেখছি শুধু মসনদের লোভ।

জনে জনে এখনো চোখ রাঙা ক্ষোভ

এ কি হচ্ছে স্বাধীন মঞ্জিলে? কবে হবে চুপ!

--------------------------------------

 

No comments:

Post a Comment