কলমেঃ আমিনুল এহছান মোল্লা।
তারিখঃ ১০-০৮-২০২৪ ইং
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
**********************************
নব ঢংগে জাতি ঘরের ঢুকেছে সিঁধ-কাটা ধূর্তে,
দিবা নিশীতে দিতে হবে পাহারা চোরটা ধরতে।
ওরে তোরা এখনি বুঝে নে সম্পদের অর্থ প্রবাহ
নেতা কিংবা প্রশাসনে নাহি যেন বাদ যায় কেহ।
ওরে ওরা সবে একই সূত্রে গায় গান চেয়ারে,
সুদ -ঘুষ -কমিশন লুটেরাজ সিন্ডিকেট ভাইরে।
ওরে হিসাব দে, প্রকাশ কর- কার কত সম্পদ,
জাতি যেন নাহি ভাবে তোরা সবে আপদ-বিপদ!
ওরে তোদের নীতি কথা জনতা চায় না বুঝে না,
এখনি হিসাব দে কার কত সম্পদ সোনা গয়না।
নব ঢংগে জাতি ঘরের ঢুকেছে সিঁধ-কাটা ধূর্তে,
সাবধান! সাবধান!দিসনা সুযোগ ঘরটারে খুড়তে।
-----------------------------------------------
No comments:
Post a Comment