কলমেঃ আমিনুল এহছান মোল্লা।
তারিখঃ ১০-০৮-২০২৪ ইং
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
**********************************
নেতৃত্ব জাতিরে হারাল আজ মেঘের মাঝখানে,
সূর্যটা কোথায় গেল কে জানে! কে জানে !
আবার আসুক ফিরে নবীণ সুর বীণার তারে
শিল্পী গেয়ে যাক স্বাধীনতার গান বারে বারে।
আজ যে বুকের মাঝে বজ্র বাজে্,
কি এক অগ্নিবানে মরমর আওয়াজে!
কেউ যেন খামচে ধরেছে রাত্রির অন্ধকারে,
পূর্ণির শুভ্রতাও চলেগেছে আড়ালে নিরন্তরে।
আজ বড় শুন্যতা ঘেরি গ্রাসিয়াছে প্রাণ
এসো হে নবীণ সূর্য সোনালী আলোয় গগণ।
নবীণের পাগল হাওয়ায় চাই যে নৃত্যে মাতি,
আয় ফিরে আয় আগামী দিনের দুরন্ত সাথী।
ওরে তোর হাতে জাতির স্বপ্নরে দিলাম তুলি,
ওরে অট্রহেসে যাসনা ভুলি-যাস না ভুলি।
----------------------------------------------
No comments:
Post a Comment