এখনো মুক্তি কাঁদে
কলমেঃ মোঃ আমিনুল এহছান
মোল্লা
স্থানঃ
রাওনাট-কাপাসিয়া-গাজীপুর।
তারিখঃ ১৩-০৮-২০২৪ ইং
***********************************
চলে গেল বহুদিন! মুক্তি
আসে না আর,
স্বাধীনতা দেখা নাহি
যায় ওই দূর ওই পার!
এখনো মুক্তির পথে জনম
জনম বাধা,
আত্মার গভীরে এখনো ধূলি
বালি কাদা।
এখনো মাতৃকার বুকে বিপুল
শুন্যতা ঘেরি,
মুক্তি কাঁদিছে বাঁশরি
সুরের ছলনা করি।
বিপ্লবের গান শুনাই সেই
বাঁশরির সুর,
এখনো মুক্তি কাঁদে
নিখিল ব্যাথা-বিধুর।
------------------------------------------
No comments:
Post a Comment