Tuesday, August 13, 2024

কি অদ্ভুদ শিল্প কলা

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট-কাপাসিয়া-গাজীপুর।
তারিখঃ ১৩-০৮-২০২৪ ইং
***********************************
ভাষা আছে- বর্ণ্ আছে- নাই শুধু প্রাণ,
কে বলবে জাতিরে এ যে রক্তের দান!
এখনো কত ছবি, কত কাব্য ওদরেই কাঙাল
অ, আ, ক, খ নাই- হায় কি যে বর্ণের অকাল!
কবি কি দিয়েছে ভাষা শহীদ রে গালি?
কি ভিনদেশী বর্ণমালা! লেখনী ও কালি!
যে কবিতার রক্তে অ –আ- ক- খ আছে,
সে কি পারে আমার মাতৃভাষা রে বেচে?
দোসরের বিবরে পড়ে ওরা আজ অবশ!
অ, আ ছেড়ে ওরা কি করে পায় সাহস?
যে গর্দান উঁচু করে বাংলা গান গাইতে পারে,
সে মাতৃকারে ভালবাসে হদয় বাঁশির সুরে ।
কি ক্ষোভ চেপে ওদের অ –আ- ক -খ বর্ণে?
এতো রক্ত ! এত প্রাণ তবু ওরা বধির কর্ণে!
কি অদ্ভুদ শিল্প কলা কৃষ্টি -আচার!
অ,আ আছে শুধু তাল ছন্দ নাই বাংলার ।
,------------------------------------------

 

No comments:

Post a Comment