কলমেঃ আমিনুল এহছান মোল্লা।
তারিখঃ ১০-০৮-২০২৪ ইং
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
**********************************
তোমারে জেনেছি বলে করি
নিমন্ত্রণ,
তাই ডাকি বারে বারে
মাতৃকার গগণ।
জাগাও নব সূর্য, নব আলো এই
ভুবন
তারুণ্য ছুটিছে দিকে দিকে
রক্ত প্লাবন।
করে না ভয় আপনার প্রাণ
সমর রণে
তারা গাহে মুক্তি গান চির
উজ্জীবনে।
তুমি এসো হে, ধর হে হাল
দুরন্ত দামাল,
আলোটা দেখি হে তোমার তরে
সূর্য লাল।
তুমি এসো যদি জাগিব আবার
দুরন্ত দুর্বার
স্বাধীনতা কভূ হইবে না হেয়
অসুর-দোসর।
যে রক্তে বহে যুদ্ধের
দামামা-বজ্র ধ্বনি
সে কভূ করে না ভয় দুর্গমগিরি
অগ্নি খনি!
হে রাত্রির পাঞ্জেরী জ্বলে
উঠ নব উদ্দ্যামে,
নোঙ্গর করো তরী উত্তাল স্রোতের
আশ্রমে।
---------------------------------------
No comments:
Post a Comment