কলমেঃ আমিনুল এহছান মোল্লা।
তারিখঃ ১০-০৮-২০২৪ ইং
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
**********************************
এখনো জাগেনি পূর্ণি চাঁদ
অন্ধকার রজনী,
চারিদিকে ডানা মেলিছে হুর
পরীরা ধরনী!
শুরু হয়েগেছে ভূঁত পেতনীর
রাঙা চাহনী,
কানে বাজিছে রাক্ষস রাক্ষসীনির প্রতিধ্বনি।
ভয়ে কম্পনে প্রচন্ড গতিতে
হৃদয়ে লাগিয়া
রক্ত ক্ষরণের প্রবল ঢেউ উঠিছে
জাগিয়া।
বিনিন্দ্র রাত্রি তবু
দুঃস্বপ্ন দেখিয়া
অশ্রু জলে ছুটিছে স্বপ্ন
তরী গঙ্গাকে শুকিয়া।
এখ্নো বুকে বুকে রক্তের ছোপ ছোপ দাগ,
তবু তপ্ত হাওয়া গ্রাসিয়াছে
স্বাধীনতার ভাগ।
দিবসের ঝল ঝল রৌদ্রে
অন্ধকার এনেছি ডেকে,
পূর্ণিমাকে করেছি আড়াল অসুরের
ছবি এঁকে !!
এ অন্ধকার দূর হবে কি
চিতার অনল জ্বলে ?
নাকি অদৃশ্য গুহায় ছুটেছি
মাতৃকা ভুলে!
------------------------------------------------
No comments:
Post a Comment