Monday, August 12, 2024

ওরে ধ্বংস করো

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট-কাপাসিয়া-গাজীপুর।

তারিখঃ ১২-০৮-২০২৪ ইং

***********************************

ওরে ধ্বংস করো অত্যাচারীর বংশখানা!

ওরা শাসক নয়, স্বৈরাচারের অসুরছানা।

 

দুঃশাসনের বংশগুলো করতে হবে করো নাশ,

জানতে হবে জেনে নাও ওরা সবে গলার ফাঁস।

 

ওরা সবে দৈত্যের দাঁত, রাক্ষসের ডানা,

ওরে ধ্বংস করো এইসব রক্ত চোষা হায়েনা।

 

ওরা দেশদ্রোহী কুলাঙ্গার স্বর্গ্ বুকের নরক,

ওরা ছদ্মবেশী -বহুরূপী- ভীষণ মড়ক!

 

ওরা ছিনিয়ে নে গ্রাস করে নদী ও নালা

ওরে ধবংস করো এইসব দুষ্ট চক্রের ঢেলা।

---------------------------------------------

No comments:

Post a Comment