কলমেঃ আমিনুল এহছান মোল্লা।
তারিখঃ ০৯-০৮-২০২৪ ইং
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
**********************************
মুক্তিযুদ্ধে পুলিশ বাহিনী
ছিল বিনিন্দ্র জেগে,
অতন্ত্র প্রহরীর মতো
প্রবল স্রোতের বেগে।
এ মাতৃকার প্রেমে আপন রক্ত দিয়েছে ঢালি,
লক্ষ শহীদের অর্জিত
লাল-সবুজের দিপালী।
ওরে নহে তারা শত্রু, নহে বিদ্রোহী কোন প্রাণ
ওরা শৃঙ্খল ! ওরা অতন্ত্র
প্রহরী বঙ্গের উদ্যান।
ওদের গ্রাস করিয়াছে ক্রমে
স্বৈরতন্ত্রের নির্দেশ!
এই যে গুলি, এই যে রক্তপাত,
এই যে প্রাণনাশ!
অতি উৎসাহী কিছু ছাড়া বাকী
সব নির্দোষ,
পুলিশ জনতার বন্ধু ! ভুলে
যাও সব আক্রোশ!
রাষ্ট্রের নৈরাজ্য পুলিশের
দিকে ক্ষোভ হয়ে আসে,
এ প্রথা ভেঙ্গে ফিরে এসো হে জনতার পাশে।
লক্ষ্য কোটি স্যালুট !
মুক্তিযুদ্ধের প্রথম বিল্পবী প্রাণ
স্বাধীন পতাকায় রক্তে
লেখা সোনার বাংলা গান।
ছুঁড়ে ফেলে দাও স্বৈরতন্ত্রের যত বজ্র ডাক,
মৃত্যুঞ্জয়ী হও মাতৃকার প্রেমে
তুমুল ঘূর্ণিপাক।
----------------------------------------------------
No comments:
Post a Comment